যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প রবিবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশ করেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্ররা একের পর এক অশ্লীল ও বর্ণবাদী মন্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু করেন। আগামী মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প তার জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস রবিবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় এক সমাবেশে ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা করেন। কমালা হ্যারিস মঙ্গলবার ওয়াশিংটনে বক্তৃতা দেবার কথা যাকে তার প্রচারণা শিবির “সমাপনী বক্তব্য” বলে অভিহিত করছে।
যুক্তরাষ্ট্রের ৪০ টিরও বেশি রাজ্য খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বনাঞ্চলে আগুণ ধরছে এবং কৃষিকাজ ব্যাহত করছে। আবহাওয়াবিদরা বলছেন, এ সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।