যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের একটি সরকারি সংস্থা জানিয়েছে, নববর্ষ উদযাপনের সময় বুধবার ভোরে ক্যানাল ও বারবন স্ট্রিটের মোড়ে একটি চলন্ত গাড়ি মানুষের ভীড়ের ওপর উঠে পড়লে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, তারা গত ৭২ ঘণ্টায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশসীমায় দ্বিতীয় আরেকটি ইউ এস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার ও মঙ্গলবার সানা ও ইয়েমেনের উপকূলীয় এলাকায় হুথি লক্ষ্যস্থলগুলোতে হামলা চালিয়েছে।
বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনে হাজার হাজার মানুষ সমবেত হয়।অনেকেই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বেষ্টনী দেয়া এলাকায় জায়গা নেয়ার জন্য ভোরবেলা সেখানে পৌঁছে অপেক্ষা করেন।