জাপানের নিপ্পন স্টিল বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ইউএস স্টিল কেনার শেষ তারিখ সংশোধন করে ২০২৪ সালের তৃতীয় বা চতুর্থ প্রান্তিক থেকে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নিয়েছে। যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত কমিটি সোমবার হোয়াইট হাউসকে জানিয়েছে নিপ্পন স্টিল ইউএস স্টিল কেনার প্রস্তাবের সাথে জড়িত জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
ক্রিসমাসের দিন নিউইয়র্ক সিটির ম্যানহাটনে মেসিস-এর ডিপার্টমেন্ট স্টোরের বাইরে একটি ট্যাক্সি ফুটপাতে উঠে গেলে সাতজন পথচারী আহত হন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ওই ট্যাক্সি চালক হয়তো বিশেষ কোন অসুস্থতায় ভুগছিলেন।
নিউ ইয়র্কবাসীরা ১৫ বছরের মধ্যে প্রথম হোয়াইট ক্রিসমাস উদযাপন করেছে। সেন্ট্রাল পার্কে প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার তুষারপাত হয় তবে আনুষ্ঠানিকভাবে হোয়াইট ক্রিসমাস করার জন্য এটা ছিল সর্বনিম্ন পরিমাণ।