বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ১০০। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে কার্টার তার মানবিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কার্টারের মৃত্যুতে আমেরিকা ও বিশ্ব একজন “অসাধারণ নেতা, রাষ্ট্রনায়ক ও মানবতাবাদীকে” হারালো। ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বলেন, “সকল আমেরিকানের জীবনমান উন্নয়নে কার্টার তার ক্ষমতার সবকিছুই করেছেন। এজন্য আমরা সবাই তার কাছে ঋণী।
প্রেসিডেন্ট বাইডেন সোমবার ইউক্রেনের জন্য অতিরিক্ত ২৫০ কোটি ডলার নিরাপত্তা সহায়তার কথা ঘোষণা করেছেন। বাইডেন তার ক্ষমতায় থাকার শেষ সপ্তাহগুলোতে এবং প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে কিয়েভের জন্য সামরিক সহায়তা বৃদ্ধি করছেন।