পানামার প্রেসিডেন্ট হোজে রাউল মুলিনো পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মুলিনো পানামা খালে চীনা সেনাদের উপস্থিতির কথাও অস্বীকার করেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নববর্ষের ছুটিতে যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের সেন্ট ক্রই গেছেন। প্রেসিডেন্ট হিসেবে এটা তার শেষ অবকাশ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে তিনটি দ্বীপ আছে তার একটি সেন্ট ক্রই। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে বাইডেন সেখানেই ছুটি কাটান।
গত বছরের তুলনায় এই ছুটির মরসুমে যুক্তরাষ্ট্রে খুচরা কেনাকাটা বেশি হয়েছে। মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় এবারে মোট ব্যয় বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। অনলাইনে শপিং ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দোকানে বিক্রি বেড়েছে প্রায় ৩ শতাংশ।
পানামার প্রেসিডেন্ট হোজে রাউল মুলিনো পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মুলিনো পানামা খালে চীনা সেনাদের উপস্থিতির কথাও অস্বীকার করেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নববর্ষের ছুটিতে যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের সেন্ট ক্রই গেছেন।প্রেসিডেন্ট হিসেবে এটা তার শেষ অবকাশ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে তিনটি দ্বীপ আছে তার একটি সেন্ট ক্রই।ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে বাইডেন সেখানেই ছুটি কাটান।
গত বছরের তুলনায় এই ছুটির মরসুমে যুক্তরাষ্ট্রে খুচরা কেনাকাটা বেশি হয়েছে। মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় এবারে মোট ব্যয় বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। অনলাইনে শপিং ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দোকানে বিক্রি বেড়েছে প্রায় ৩ শতাংশ।