যুক্তরাষ্ট্র মঙ্গলবার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং অন্যান্য শীর্ষস্থানীয় জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলায় তাদের পরিকল্পনা, সমর্থন ও ভূমিকার জন্য অভিযোগ করা হয় । ঐ ঘটনায় ৪০ জন আমেরিকানসহ ১২’শ জন নিহত হয়।
যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের প্রতি গাজায় প্রায় ১১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জোরালো আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, একটি চূড়ান্ত চুক্তির জন্য চাপ দিতে যুক্তরাষ্ট্র মিসর ও কাতারের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে দাখিল করা এক নথিতে বলেছেন, ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় পাল্টে দেওয়ার চেষ্টা সংক্রান্ত সংশোধিত অভিযোগ পত্রে তিনি নিজেকে নির্দোষ দাবি করবেন। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ গত সপ্তাহে একটি সংশোধিত অভিযোগ দায়ের করেছেন।