অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:34 0:00

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানলে অন্তত ১০জন নিহত হয়েছে। কর্মকর্তারা সতর্ক করছেন যে দাবানল নিয়ন্ত্রণে আনার পর কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে চিরুনি তল্লাশি চালাতে পারলে মৃতের সংখ্য্যা আরও বাড়তে পারে।

লস অ্যাঞ্জেলস শহর ও আশেপাশের এলাকায় দাবানলের কারণে প্রায় ১লক্ষ ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার হেক্টর জমি পুড়ে গেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, দাবানল মোকাবেলায় ক্যালিফোর্নিয়াকে ফেডারাল সম্পদ এবং অতিরিক্ত তহবিল দেয়া হবে।

পর্নো তারকাকে চুপ থাকার জন্য গোপনে অর্থ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডলাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে নিউ ইয়র্কের একটি আদালতে ডনাল্ড ট্রাম্প যে অনুরোধ করেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। ট্রায়াল জাজ বিচারক ওয়ান মারচেন গত সপ্তাহে বলেছিলেন, তিনি রিপাবলিকান ইলেক্ট প্রেসিডেন্টকে কারাদণ্ড দিতে আগ্রহী নন।

XS
SM
MD
LG