অ্যাকসেসিবিলিটি লিংক

 এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


 এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:41 0:00

লস অ্যাঞ্জেলস এলাকার ১লক্ষ ৩০ হাজারের বেশি বাসিন্দাকে বৃহস্পতিবার ভোরে সেখান থেকে সরি যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেখানে দমকলকর্মীরা একাধিক বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে কমপক্ষে পাঁচজন মারা গেছেন এবং এক হাজারেরও বেশি বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। এটা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এই দাবানল মহাকাশ থেকে দেখা যাচ্ছে।

ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ তার নিজ রাজ্য জর্জিয়ায় সমাধিত করা হবে। ওয়াশিংটনের অন্ত্যেষ্টিক্রিয়ায় কার্টারের উত্তরসূরি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অংশ নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫’শ মিলিয়ন ডলারের অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ত্যাগ করার আগে এটাই হবে ইউক্রেনের জন্য শেষ সামরিক সহায়তা প্যাকেজ।

XS
SM
MD
LG