যুক্তরাষ্ট্র কংগ্রেস সোমবার প্রত্যয়ন করেছে যে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করেছেন। কমালা হ্যারিস আমেরিকার ৫০টি রাজ্যের প্রত্যেকটির ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল গণনা পরিচালনা করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে নিউ অরলিন্সে এক হামলায় ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার পর সোমবার রাতে এক প্রার্থনা সভায় বক্তব্য রাখার সময় নিউ অরলিন্সের জনগণের “শক্তি ও দৃঢ়তার” প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার শেষ জাপান সফরে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাত করেন। পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার সঙ্গে আলোচনায় ব্লিংকেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার সম্পর্কের প্রশংসা করেন।