অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:34 0:00

কংগ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয় উল্টে দেওয়ার কথিত প্রচেষ্টার জন্য ট্রাম্পকে বিচারে দোষী সাব্যস্ত করতে তার অফিসের কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল। ট্রাম্প বারবারই ঐ অভিযোগ অস্বীকার করেছেন এবং স্পেশাল কাউন্সেলের কাজকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আক্রমণ করেছেন।

সোমবার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে মেক্সিকোর ৭২ জন দমকল কর্মীর একটি দল কাজ শুরু করেছে। মেক্সিকোর দলটি আমেরিকার সাতটি রাজ্য ও কানাডা থেকে আসা দমকল কর্মীদের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ রাজধানীতে ৪৮ কিলোমিটার দীর্ঘ বিশেষ ধরণের বেষ্টনী স্থাপন, ২৫ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন এবং হাজার হাজার দর্শক নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করছে।

XS
SM
MD
LG