অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:26 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সোমবার পেনসেলভানিয়ায় ইউনিয়ন সদস্যদের সাথে লেবার ডে উপলক্ষে একটি যৌথ প্রচারণা সমাবেশ করছেন। হ্যারিস বলেন, জাপানের নিপ্পন স্টিল কোম্পানি যে যুক্তরাষ্ট্রের ইস্পাত কারখানা কিনতে চাইছে তা দেশীয় মালিকানাধীন থাকা উচিত।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যবহৃত একটি বিমান ডোমিনিকান রিপাবলিক থেকে জব্দ করে ফ্লোরিডা আনা হয়েছে । যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সোমবার জানিয়েছে যে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিমানটি ক্রয় করা হয়েছে নিশ্চিত হওয়ার পর বিমানটিকে জব্দ করা হয়।

শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে সোমবার সকালে চারজনকে গুলি করে হত্যা করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাকে শিকাগোর আরেকটি ট্রেন থেকে আটক করা হয়।

XS
SM
MD
LG