হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, রাশিয়ার কারস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে আরও জানার জন্য তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার কারস্ক অঞ্চলে অভিযান সম্পর্কে নীরব রয়েছেন।
অষ্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার জানিয়েছেন, অস্ট্রিয়ায় টেইলর সুইফটের শোতে হামলার ষড়যন্ত্রে জড়িত দু’জনকে গ্রেপ্তার করার পর আর কাউকে খোঁজা হচ্ছে না। অস্ট্রিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে যেখানে কনসার্ট হওয়ার কথা ছিল সেখান থেকে দ্বিতীয় সন্দেহভাজন ১৭ বছর বয়সী তুর্কি ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বেইজিং-এ অনুষ্টিত ২০২২ সালের অলিম্পিকে স্বর্ণ বিজয়ী আমেরিকান ফিগার স্কেটিং দল তাদের পদক পেল। রাশিয়ান দলের বিরুদ্ধে ডোপিং তদন্তের কারণে ফলাফলটি প্রশ্নবিদ্ধ হয়েছিল।