যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর লয়েড অস্টিন মঙ্গলবার বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ জঙ্গিদের মধ্যে লড়াই বৃদ্ধি অনিবার্য। তিনি এ মন্তব্য করেন যখন ম্যানিলায় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ সকালে টেক্সাস থেকে হোয়াইট হাউসে ফেরার সময় সাংবাদিকদের বলেন, সমকামী বিয়ের প্রতি তার সমর্থন, অর্থনীতিকে চাঙ্গা করা এবং পরিবেশ রক্ষায় তার প্রচেষ্টাই হবে তার বড় অর্জন।
কলোরাডো রাজ্যের দমকলবাহিনীকে সোমবার রাতে লাভল্যান্ড শহরের কাছে আলেকজান্ডার মাউন্টেন-এর দাবানল নেভাতে বেগ পেতে হয়। লারিমার কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দাবানলে প্রায় ৩৮০ হেক্টর এলাকা পুড়ে গেছে।