পশ্চিমবঙ্গের করোনা চিত্র ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। ফের ৫০-এর গণ্ডি পেরিয়ে গেল একদিনে করোনায় মৃতের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতাও।
সবমিলিয়ে ক্রমশ ভয় ধরাচ্ছে রাজ্যের করোনা চিত্র।প্রসঙ্গত বলা যেতে পারে উৎসবের পরই উৎসবের ফলাফল বোঝা যাবে। এই ভবিষ্যৎবাণী আগেই করেছিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পশ্চিমবঙ্গ যে কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে, তাও জানিয়ে দিয়েছিল। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই , রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
একদিনে বাংলায় করোনা সংক্রমিত ৩ হাজার ৬৩৯ জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এর সামান্য পিছনে রয়েছে উত্তর ২৪ পরগণা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। ২০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে হাওড়া, হুগলি ও নদিয়ায়। এদিকে যথারীতি উত্তরবঙ্গের চিন্তা বাড়িয়েছে দার্জিলিং ও জলপাইগুলি। দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। ফলে এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৫২ হাজার ৭৭০ জন।