অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মহাসাগরে সুনামির ২০ বছর পূর্তিতে প্রার্থনার মাধ্যমে স্মরণ করা হলো নিহতদের

ভারত মহাসাগরের সুনামির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে শত শত মানুষ ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই-এর বিচে সমবেত হয়। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪।

ইন্দোনেশিয়া থেকে ভারত পর্যন্ত আঘাত হানা এই সুনামি এক ডজনেরও বেশি দেশ জুড়ে প্রায় ২,৩০,০০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

লোকজন সমুদ্রে দুধ ও ফুলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, কেউ কেউ নিজেদের উপর জল ছিটিয়ে দেন, আবার কেউ বালিতে দাঁড়িয়ে ছবি তোলেন।

২০০৪ সালের ক্রিসমাসের পরের দিন সকালে, উত্তর সুমাত্রা দ্বীপের কাছে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প সুনামি সৃষ্টি করে, যার ঢেউ ১৭.৪ মিটার (বা ৫৭ ফুট) উচ্চতা পর্যন্ত উঠেছিল। এই সুনামি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং আরও ৯টি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল।

ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। আনুমানিক ১৬,২৭৯ জন প্রাণ হারিয়েছিল এবং প্রায় ৭,৩০,০০০ জন বাস্তুচ্যুত হয়েছিল।

সরকারি হিসেব অনুযায়ী, ভারতে সুনামিতে ১০,৭৪৯ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৭,০০০ জন তামিলনাড়ুতে।


XS
SM
MD
LG