রবিবার, ২২শে ডিসেম্বর ধারণ করা ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, হিন্দু সন্ন্যাসীরা প্রয়াগরাজে পেশওয়াই মিছিলে অংশ নিচ্ছেন।
আসছে বছর জানুয়ারিতে শুরু হতে চলেছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি - মহাকুম্ভ মেলা।
কুম্ভ মেলা নামে পরিচিত হিন্দু উৎসবটি লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে এবং প্রতি তিন বছরে একবার নাসিক, উজ্জয়িন, হরিদ্বার এবং প্রয়াগরাজ নামক চারটি নদীতীরবর্তী শহরের মধ্যে একটিতে অনুষ্ঠিত হয়।
প্রতি ১২ বছরে একবার এটি মহা কুম্ভ মেলা হিসাবে পালিত হয়, যা শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক তীর্থযাত্রীর আগমনকে মাথায় রেখে আয়োজকরা অস্থায়ী পন্টুন সেতু, গণ রান্নাঘর এবং কয়েক হাজার বহনযোগ্য টয়লেট নির্মাণ করেছেন।
সেইসঙ্গে তীর্থযাত্রীদের থাকার জন্য হাজার হাজার বড় তাঁবু স্থাপন করা হয়েছে।ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে, নদীর তীরে যেন একটি ছোট আকারের অস্থায়ী শহর গড়ে উঠেছে।
ভক্তরা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে গঙ্গা স্নানের মাধ্যমে শুদ্ধিকরণে বিশ্বাসী। তারা মনে করেন এটি পাপ এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি নিয়ে আসে।
আসন্ন মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।