অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং


ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাকে আইসিইউয়ে ভর্তি করা হয়। রাত ১০টা নাগাদ খবর আসে মারা গেছেন মনমোহন।

মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। নরসিংহ রাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের। তারপর ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাকে। তার পরের বছরই প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তার।

বছর দুয়েক আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ ভবনে নিজের ভোট দিতে এসেছিলেন মনমোহন। সে সময়ে হুইল চেয়ারে করে তাকে ঠেলে নিয়ে এসেছিলেন চার জন নিরাপত্তারক্ষী। দেখা যায়, গোপন ব্যালটে নিজের ভোট দেওয়ার পর বাক্সের সামনে হুইল চেয়ার থেকে তাকে ধরে ধরে দাড় করাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তারপর ওই বাক্সে ব্যালট পেপার ফেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

সেই সময়েই সংসদের কর্মীরা বলেন, "স্যারকে এভাবে দেখে ভাল লাগল না। মনটা খারাপ হয়ে গেল। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করি।" একাধিক কংগ্রেস নেতাও মনমোহনের হুইলচেয়ারে বসার ছবি টুইট করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তার পরে কাটল আরও ২ বছর। এই সময়ের মধ্যে বেশ কয়েকবারই অসুস্থ হন তিনি। ভর্তিও হন হাসপাতালে।

২০১৪ সালে ইউপিএ সরকারের পতনের পরেও রাজ্যসভায় সাংসদ ছিলেন মনমোহন। শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তথা কংগ্রেস পার্টির অন্যতম পরামর্শদাতাও ছিলেন বহু দিন পর্যন্ত।

XS
SM
MD
LG