অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বাইয়ে ভারতের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের শেষকৃত্য

প্রয়াত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা মুম্বাইতে তার শেষকৃত্যের সময় তাকে শেষ শ্রদ্ধা জানান। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪।

বলিউড তারকাদের মধ্যে গুলজার, বোমান ইরানি এবং নাসিরউদ্দিন শাহ বেনেগালের শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

অনেকদিন ধরেই কিডনির কারণে অসুস্থ ছিলেন বেনেগাল। চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয় তার।

চলচ্চিত্র জগতে তাঁর অবদান পরিচালক, সম্পাদক এবং চিত্রনাট্যকার হিসেবে স্বীকৃত।

তিনি মূলধারার বলিউড ছবিকে চ্যালেঞ্জ করে একাধিক চলচ্চিত্রের মাধ্যমে ৭০-এর দশকে লাইমলাইটে এসেছিলেন।

৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। 'মন্থন', 'অংকুর', 'ভূমিকা', 'জুনুন', 'মান্ডি', 'নিশান্ত'-সহ বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন তিনি।

গত বছর বেনেগাল বাংলাদেশের প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক 'মুজিব: দ্য মেকিং অফ এ নেশন' নামক একটি সিনেমা পরিচালনা করেন।


XS
SM
MD
LG