বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বৃহস্পতিবার ঢাকায় বিশ্বব্যাংকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বৃহস্পতিবার ঢাকায় বিশ্বব্যাংকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি চারটি দেশ হচ্ছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত। জিবুতি, আইভরিকোস্ট ও ঘানার সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। রিপোর্টটি প্রকাশ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রবার্ট জে সম। বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, শিল্পোৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত খড়চা, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনৈতিক আয় বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি ঘটেছে। এতে আরো বলা হয়, বাংলাদেশের প্রবৃদ্ধির ধারা শক্তিশালী ও স্থিতিশীল।
অর্থনীতিবিদ ড. গোলাম মোয়াজ্জেম মনে করেন, খবরটি নিঃসন্দেহে আনন্দের। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে।
বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্য আয় ও ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ হতে হবে।