অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি উদ্ধার, যুবক আটক


চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার নথি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে এক যুবককে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাথরঘাটার একটি ভাঙারির দোকানে আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “চুরি যাওয়া নথিগুলো একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়।”

তিনি বলেন, “আদালতের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজনকে আটক করেছে। আটক যুবক আদালত চত্বরে চা বিক্রি করত।”

সম্প্রতি চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি (কেস ডকেট বা সিডি) চুরি হয়।

আদালতের অবকাশ চলাকালে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়।

XS
SM
MD
LG