অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হচ্ছেন ট্রেসি অ্যান জেকবসন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ সদস্য ট্র্যাসি এন জ্যাকবসন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ সদস্য ট্র্যাসি এন জ্যাকবসন

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে যোগ দিতে যাচ্ছেন দেশটির পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ সদস্য ট্রেসি অ্যান জেকবসন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকার য়ুক্তরাষ্ট্র দূতাবাস।

এর আগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়াও, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন।

বিদেশে বিভিন্ন উচ্চপদস্থ দায়িত্ব পালন ছাড়াও প্রথমে স্কুল অফ প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান।

ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপ-নির্বাহী সেক্রেটারি ও প্রশাসনিক জ্যেষ্ঠ পরিচালক ছিলেন এই কূটনীতিক। লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন ট্রেসি অ্যান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি।

XS
SM
MD
LG