মাত্র ১২ বছর বয়সে গান গেয়ে ভুপেন হাজারিকা গানের জগতে তাঁর যাত্রা শুরু করেন। ৫ই নভেম্বর, মুমবাই-এর এক হাসপাতালে, ৮৬ বছর বয়সে, তাঁর সেই যাত্রা শেষ হল।
তারপর শুরু হয় পনেরো কিলোমিটারের মৃত্যুযাত্রা। হাজার হাজার মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছিলো তাদের প্রিয় সুরকার, গীতিকার, এবং কন্ঠশিল্পীকে শেষ বারের মত দেখার জন্য। ভুপেন হাজারিকা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর গান আমাদের মাঝেই বেঁচে থাকবে, চীরদিন।
আসামের সাদিয়ায় তাঁর জন্ম। আজ শুনবেন আসমীয়া ভাষায় তাঁর সেই গান, যা গাঁথা আছে সকল বাঙ্গালীর হৃদয়ে। মানুহে মানুহর বাবে। মানুষ মানুষের জন্য।