সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৪।
চিন্ময় কৃষ্ণ দাস মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘু গোষ্ঠীদের জন্য উন্নত নিরাপত্তার দাবিতে একাধিক সমাবেশে নেতৃত্ব দিয়েছেন।
পুলিশ ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে।
চিন্ময় কৃষ্ণ দাস বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম জামিনের আবেদন খারিজ করেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি মোফিজুল হক ভূঁইয়া।
আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, যেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রহরায় ছিলেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন যে তারা এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী না থাকা অবস্থায় করা আগের জামিন আবেদনটিও আদালত খারিজ করে দিয়েছিল।