অ্যাকসেসিবিলিটি লিংক

দার্জিলিং এ অশান্তি হলে ক্ষতিগ্রস্ত হয় সিকিম


৮০-র দশক থেকে গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে দার্জিলিং এ অশান্তি শুরু হয়েছে, তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিকিম রাজ্য। মুখ্যমন্ত্রী পবন চামলিং বৃহস্পতিবার বলেন, বাকি দেশের সঙ্গে সিকিমের সংযোগকারী একমাত্র সড়কটি পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গিয়েছে। পাহাড়ে বনধ ডাকলেই বন্ধ হয়ে পড়ে এই সড়ক। এখনও বনধের জেরে সিকিমে আবশ্যিক সামগ্রী পৌঁছচ্ছে না।

গত ৩০ বছরের অশান্তিতে সিকিমের ৬০,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি। সিকিম সুপ্রিম কোর্ট যাবে পশ্চিমবঙ্গের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে।

সড়কটি বনধমুক্ত রাখতে পশ্চিমবঙ্গ ব্যর্থ বলেই তো সিকিমের এই দুর্গতি বলে অভিযোগ চামলিং-এর। পশ্চিমবঙ্গের নৈরাজ্যে সিকিম কেন এ ভাবে ক্ষতিগ্রস্ত হবে? রাজ্যে-রাজ্যে এমন মামলা কিন্তু নজিরবিহীন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG