অ্যাকসেসিবিলিটি লিংক

 
নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি

নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি

ছবিতে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগে যাত্রীদের একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যাচ্ছে। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।

এই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছে।

দিল্লির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন যে, নিহতদের দেহ রাজধানীর লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শনিবার রাতে পদপিষ্টের ঘটনা ঘটে, যখন হাজার হাজার মানুষ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে জড়ো হয়ে উত্তর ভারতের মহা কুম্ভমেলা যাওয়ার ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছিল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই দুর্ঘটনার কারণ জানতে একটি “উচ্চ পর্যায়ের তদন্ত” প্রক্রিয়া শুরু হয়েছে।

বৈষ্ণব জানান, পূণ্যার্থীদের ভিড় সামলাতে নয়াদিল্লিতে বাড়তি ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যুর সংবাদে “মর্মাহত” হয়েছেন।

“যারা প্রিয়জন হারিয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমি প্রার্থনা করছি যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন”, সামাজিক মাধ্যম এক্সে লেখেন মোদী।


XS
SM
MD
LG