অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পঃ বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের কোন ভূমিকা নেই

ট্রাম্পঃ বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের কোন ভূমিকা নেই


হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের কোন ভূমিকা ছিল না।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের ভূমিকা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমাদের ডিপ স্টেটের এখানে (বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে) কোনও ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে (ভারত) শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি।"

"কাজেই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো," বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন।

ডনাল্ড ট্রাম্প এবং মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প যা বলেছে, সেটাকে কয়েকটা মিডিয়া ভুল ভেবে প্রচার করছেঃ আসিফ নজরুল

শুক্রবার এক ফেসবুক পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেস্টা অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকটি মিডিয়া ট্রাম্পের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি।

তিনি লিখেছেন, "আর এইবার চিন্তা করেন যারা এই হেডলাইন করছে যে– বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি, তারা ঠিক কী বুঝে এই শিরোনাম করছে?"

ট্রাম্প-মোদীর বৈঠকে বাংলাদেশ আলোচনার বিষয় ছিলঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেছেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশ একটি আলোচনার বিষয় ছিল যেখানে মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার "উদ্বেগের" কথা জানিয়েছেন।

মিসরি শুক্রবার ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ের সময় বলেন "শুধু আপনাদের জানানোর জন্য বলছি - এই বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।"

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে "তার মতামত, প্রকৃতপক্ষে তার উদ্বেগ" শেয়ার এবং ভারত কীভাবে এই পরিস্থিতিকে "দেখছে" তাও জানিয়েছেন।

ভারত আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে "এগিয়ে যাবে" যেখানে তারা বাংলাদেশের সাথে "গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারে"।

মিসরি যোগ করেন, "কিন্তু সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই মতামতগুলি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শেয়ার করেছেন।"

(এই প্রতিবেদনের কিছু অংশ ইউএনবি থেকে নেওয়া হয়েছে।)

XS
SM
MD
LG