অ্যাকসেসিবিলিটি লিংক

মরিশাসের উপকূলে আটকা পড়া ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণ 



ভারত মহাসাগরীয় দ্বীপ, মরিশাসের উপকূলে জাপানের একটি তেলবাহী ট্যাংকার, প্রবাল প্রাচীরে আটকা পড়লে, জাহাজ থেকে বহু টন তেল নিঃসরিত হয়ে সমুদ্রের পানিতে তেলের আবরণ সৃষ্টি করে I
সরকার পরিবেশ সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন I ফ্রান্স জানিয়েছে নিকটবর্তী রি-ইউনিয়ন দ্বীপ থেকে দূষণ যন্ত্রপাতি নিয়ে একটি সামরিক পরিবহন বিমান ও একটি নৌযান মরিশাসের পথে রওয়ানা হয়েছে I
আবহাওয়াবিদরা বিরল প্রজাতির শিশু কাছিম অন্যত্র সরিয়ে নিচ্ছেন এবং স্থানীয় উপকূলীয় লোকজন শুখনো আখের পাতা বা বস্তা দিয়ে তেলের নিঃসরণ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন I
২৫শে জুলাই,জাহাজটি প্রবাল প্রাচীরে আটকে যায়, তাই মরিশাস কর্তৃপক্ষের এতদিনের নীরবতা নিয়ে আবহাওয়াবিদরা প্রশ্ন তুলেছেন I

XS
SM
MD
LG