অ্যাকসেসিবিলিটি লিংক

আজ থেকে শুরু হয়েছে গোটা ভারতে ‘আনলক থ্রি’


আজ থেকে শুরু হয়েছে গোটা ভারতে ‘আনলক থ্রি’। যদিও দেশের বিভিন্ন রাজ্যে অবশ্য এখনও জারি রয়েছে লকডাউন। কিন্তু যা-ই হোক না কেন, ভারতে করোনা সংক্রমণের হার কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হল। একদিনে করোনা আক্রান্ত হলেন ৫৭ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট ৩৬,৫১১ জনের মৃত্যু হল।আজ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭, ১১৭ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৬,৫৬৯ জন। ভারতে মোট করোনা আক্রান্ত ১৬,৯৫,৯৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০,৯৪,৩৭৪ জন। এখন চিকিৎসা চলছে ৫,৬৫,১০৩ জনের। দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তির হার সবচেয়ে বেশি এই দুই রাজ্যেই।

please wait

No media source currently available

0:00 0:01:21 0:00


XS
SM
MD
LG