অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার চিকিৎসকরা বলছেন,  ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত


খান ইউনিসে ইসরায়েলি হামলার পর বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি শিবিরের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ফিলিস্তিনিরা। ১৮ ডিসেম্বর ২০২৪।
খান ইউনিসে ইসরায়েলি হামলার পর বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি শিবিরের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ফিলিস্তিনিরা। ১৮ ডিসেম্বর ২০২৪।

বুধবার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে এক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে। গাজায আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তিসহ ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য নতুন করে চাপ দেওয়া হচ্ছে। এসময়ও অব্যাহতভাবে সহিংসতা চলছে।

ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে স্থগিত আলোচনায় সম্ভাব্য সাফল্যের বিষয়ে সম্প্রতি আশাবাদের কথা জানিয়েছেন। অপরদিকে, মঙ্গলবার হামাস বলেছে, ইসরায়েল নতুন শর্ত যুক্ত না করলে একটি চুক্তি সম্ভব।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার সম্ভাব্য একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে কাজ করছে।

হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালালে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে, প্রায় ১০০ জন জিম্মিকে এখনও আটক রাখা হয়েছে, তাদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ইসরায়েলের পাল্টা হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

কিছু তথ্য এএফপি ও রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG