যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমেরিকার বাণিজ্য অংশীদারদের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করে বৃহস্পতিবার একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলেন, “ আপনি যদি যুক্তরাষ্ট্রে আপনার পণ্য তৈরি করেন তবে তার উপরে কোনও শুল্ক থাকবে না” এর লক্ষ্য হচ্ছে আমেরিকার বাজেট ঘাটতি কমিয়ে আনা, যা আনুমানিক ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের নেতাকে অভ্যর্থনা জানান এবং দুই নেতা কয়েকটি জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এর ভেতর দিয়ে ভারতকে এফ-৩৫ স্টেলথ জঙ্গি বিমান দেয়ার পথ সুগম হলো।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা পুনরায় শুরু করতে চান। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আশা প্রকাশ করেন যে তিনটি দেশই তাদের বিশাল প্রতিরক্ষা বাজেট অর্ধেকে নামিয়ে আনতে সম্মত হবে।