যুক্ত্ররাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিন “শান্তি চান” এবং তিনি বিশ্বাস করেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি “সুদূর ভবিষ্যতের ব্যাপার নয়।”
যুক্ত্ররাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইউক্রেনের একটি প্রধান দাবি, নেটোতে ইউক্রেনের চূড়ান্ত সদস্যপদ দেওয়া নাকোচ করে দিয়েছেন। ব্রাসেলসে নেটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে হেগসেথ বলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ইউক্রেনের জন্য নেটোর সদস্যপদ লাভ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির কোন “বাস্তবসম্মত ফলাফল” হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে বুধবার ওয়াশিংটন পৌঁছেছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও শুল্ক ছাড়ের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।