অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:36 0:00

যুক্ত্ররাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে জর্ডানেরর বাদশা আব্দুল্লাহকে অভ্যর্থনা জানান। ট্রাম্প জর্ডানকে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের গ্রহণ করার বিষয়ে এবং গাজার নিয়ন্ত্রণ গ্রহণে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার দাবী দ্বিগুণ জোরদার করেছেন।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জন্য এই পরিকল্পনা “চমৎকার হবে।”

রাশিয়া যুক্ত্ররাষ্ট্রের এক শিক্ষক মার্ক ফোগলকে মুক্তি দিয়েছে।রাশিয়ায় চিকিৎসার জন্য প্রেস্ক্রাইব করা গাঁজা নিয়ে প্রবেশের জন্য তাকে ২০২১ সালের আগস্ট মাস থেকে রাশিয়ায় আটক রাখা হয়।ক্রেমলিন বুধবার জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এক রুশ নাগরিককে মুক্তি দিয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি সংস্থাগুলোর কর্মী সংখ্যা হ্রাস করার জন্য শীর্ষ উপদেষ্টা ইলন মাস্কের প্রচেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প এবং মাস্ক আর্থিক প্রণোদনার বিনিময়ে ফেডেরাল কর্মীদের পদত্যাগ করার জন্য জোর দিচ্ছেন। তবে পরিকল্পনাটি বর্তমানে স্থগিত রয়েছে। একজন বিচারক এর বৈধতা পর্যালোচনা করছেন।

XS
SM
MD
LG