যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা মঙ্গলবার সৌদি আরবে তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সম্ভাব্য অবসান নিয়ে বৈঠক শুরু করেছেন। দু'পক্ষেরই প্রত্যাশা সীমিত। ইউক্রেনের নেতারা জানিয়েছেন যে তাদেরকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
রিয়াদে যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরুর আগে রাশিয়া আমেরিকান এক নাগরিককে মুক্তি দিয়েছে। ঐ ব্যক্তিকে অল্প পরিমাণ গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়েছিল। ৭ ফেব্রুয়ারি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে ২৮ বছর বয়সী যুবকের লাগেজে গাঁজা মেশানো মার্মালেড পাওয়ার পর তাকে আটক করা হয়।
যুক্তরাষ্ট্র সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, ২০১৪ সালের আগে ইউক্রেনের যে সীমানা ছিল তা ফিরিয়ে আনা একটি অবাস্তব বিষয়। ইউএস মিশনের মিনিস্টার-কাউন্সেলর ও পলিটিক্যাল কো-অর্ডিনেটর জন কেলি বলেন, যুক্তরাষ্ট্র “ইউরোপে হত্যাযজ্ঞের অবসান এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে” প্রতিশ্রুতিবদ্ধ।