অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলে ২৫ জন নিহত


ফাইল ছবি - বেইত হানুনের আশ্রয়কেন্দ্র থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা ভূখন্ডের উত্তরাঞ্চল জাবেলিয়ার  প্রধান সড়ক সালাহেদ্দিন অতিক্রম করছে। ( ১২ নভেম্বর, ২০২৪।)
ফাইল ছবি - বেইত হানুনের আশ্রয়কেন্দ্র থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা ভূখন্ডের উত্তরাঞ্চল জাবেলিয়ার  প্রধান সড়ক সালাহেদ্দিন অতিক্রম করছে। ( ১২ নভেম্বর, ২০২৪।)

ফিলিস্তিনি চিকিৎসকরা মঙ্গলবার জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চল বেইত হানুন এলাকার একটি বহুতল ভবনে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য বলে জানান তারা।

এর মাত্র একদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলে ২০২৩ সালে হামাসের হামলাতে আটক জিম্মিদের মুক্ত করতে তাদের সাথে চুক্তি নিশ্চিত করার “আরও একটা পথ” খোলা রয়েছে।

হামাসের হামলায় প্রায় ২৫০ জন জিম্মি আটক সহ এবং মোট ১২০০ জন নিহত হয়। গাজায় এখনো প্রায় ১০০ জন জিম্মি রয়েছে। যদিও ধারণা করা হচ্ছে তাদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ আর বেঁচে নেই।

নেতানিয়াহু আরও বলেন, লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হবার কারণে হামাস “আগের চেয়ে আরও বিচ্ছিন্ন” হয়ে পড়েছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরাইলের পাল্টা হামলায় গাজাতে প্রায় ৪৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল-হামাসের মধ্যকার দ্বন্দ্ব ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও আন্তঃসীমান্ত লড়াইয়ের সূত্রপাত করে। পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় তীব্র সংঘর্ষে বেশ কয়েকজন হিজবুল্লাহ নেতা নিহত হন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চলছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে।

এই প্রতিবেদনের কিছু উপাদান তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।

XS
SM
MD
LG