অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিপরীতে পাল্টা কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


ফাইল ছবিঃ শহীদ মিনারে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ২২ অক্টোবর, ২০২৪।
ফাইল ছবিঃ শহীদ মিনারে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ২২ অক্টোবর, ২০২৪।

এবার ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৯ই নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পাতায় একটি পোস্টে এই ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।

'পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে তারা।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আগামীকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগকে একটি 'ফ্যাসিবাদী' দল আখ্যায়িত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন, "দেশে কোনো ধরনের সহিংসতা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সহ্য করবে না"।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশে দলটির প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, "আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি 'ফ্যাসিবাদী' দল। বাংলাদেশে কোনোভাবেই এই ফ্যাসিবাদী দলের বিক্ষোভ করার সুযোগ নেই।"

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, "গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

XS
SM
MD
LG