অ্যাকসেসিবিলিটি লিংক

লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি


বিমানবন্দরে ফেরত আসা ফিরেছেন ৫৪ বাংলাদেশিকে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২১ অক্টোবর, ২০২৪।
বিমানবন্দরে ফেরত আসা ফিরেছেন ৫৪ বাংলাদেশিকে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২১ অক্টোবর, ২০২৪।

লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে তারা দেশে ফিরলেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এছাড়াও বিমানবন্দরে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে ৫ হাজার টাকা দেয়া, কিছু খাদ্য ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আগামী ২৩ অক্টোবর আরও ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানা গেছে।

এর আগে লেবানন থেকে দেশে ফিরে আসার ইচ্ছা জানিয়ে ১ হাজার ৮০০ জন বাংলাদেশি বৈরুতে বাংলাদেশের দূতাবাসে রেজিস্ট্রেশন করেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

লেবানন থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আইওএম একসঙ্গে কাজ করে যাচ্ছে।

XS
SM
MD
LG