ঢাকার মিরপুরে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যসহ সাত জন দগ্ধ হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) পল্লবীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকের ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
দগ্ধরা হচ্ছেন- রং মিস্তিরি আব্দুল খলিল, তার স্ত্রী রুমা আক্তার, তিন ছেলে আব্দুল্লাহ, মোহাম্মদ ও ইসমাইল। এছাড়াও একই বাসার ভাড়াটিয়া স্বামী স্ত্রী গার্মেন্টস কর্মী সপ্না ও শাহ্জাহান।
দগ্ধ খলিলের ভায়েরা আব্দুল হালিম বলেন, ঐ বাসায় কোনোভাবে পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। রাতে মশার উৎপাতের কারণে খলিল রাত আনুমানিক ৩টার দিকে কয়েল ধরানোর জন্য আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই দগ্ধ হয়।
খলিলের বড় ভাই মিলন বলেন, ঐ বাসার গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়েছিল বলে মনে করছেন তিনি।
দগ্ধদের মধ্যে ছয়জনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি বলেন, “খলিলের শরীরের ৯৫ শতাংশ, রুমার ২০ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ, স্বপ্নার ১৪ শতাংশ ও শাহজাহানের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।”
ঘটনার পর পর আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে আসেন।
দগ্ধ খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার।