অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায়


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে। ১৬ অক্টোবর, ২০২৪।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে। ১৬ অক্টোবর, ২০২৪।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সিরিজের প্রথম টেস্ট ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আর অক্টোবর ২৯ থেকে দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে।

চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।

ছয় ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আট ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।

তাই, আসন্ন সিরিজ দুই দলের জন্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করার চমৎকার সুযোগ।

দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে মিরপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে, সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে বাভুমা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বাঁহাতি পেসার ন্যান্ড্রে বার্গারকে প্রাথমিক দলে রাখা হলেও, ইনজুরির কারণে তিনি বাংলাদেশ সফর মিস করছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকান দল ঢাকায় চলে এলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো দল ঘোষণা করেনি। ভারতের বিপক্ষে ব্যর্থ সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টিতেই পরাজিত হয়।

XS
SM
MD
LG