অ্যাকসেসিবিলিটি লিংক

বিজিএমইএ ৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায়


পোশাক কারখানার প্রতীকী ছবি
পোশাক কারখানার প্রতীকী ছবি

আর্থিক সংকটে পড়া ৩৯টি পোশাক কারখানার সহায়তায় বাংলাদেশ ব্যাংকের কাছে সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বেশ কিছু কারখানা আগে সুষ্ঠুভাবে চললেও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে পূর্ণ উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

পরিস্থিতি খতিয়ে দেখে এসব কারখানাকে প্রয়োজনীয় ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানিয়ে গত ৬ অক্টোবর অর্থ উপদেষ্টা বরাবর চিঠি পাঠায় বিজিএমইএ। ওই চিঠিতে এসব উদ্বেগের কথা জানানো হয়।

এই ৩৯টি কারখানায় কর্মরত প্রায় ৫৬ হাজার শ্রমিকের বেতন সময়মতো পরিশোধে ৫৪ কোটি টাকা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছে বিজিএমইএ। এ শিল্পে আরও সম্ভাব্য সংকট এড়াতে এবং হাজার হাজার শ্রমিকের জীবিকা রক্ষায় আর্থিক সহায়তার প্রয়োজনের উপর জোর দিয়েছে সংস্থাটি।

XS
SM
MD
LG