অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াছড়ি-রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ


খাগড়াছড়ি-রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ
খাগড়াছড়ি-রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ভেতর কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণ দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুনকে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনার জের ধরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বাঙালি-পাহাড়ি সংঘর্ষে অন্তত চার জন মারা গেছে ও আহত হয়েছে অনেকে। সেইসাথে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার খাগড়াছড়ি সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

XS
SM
MD
LG