অ্যাকসেসিবিলিটি লিংক

এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ


প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর ঢাকার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। ১২ আগস্ট, ২০২৪।
প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর ঢাকার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। ১২ আগস্ট, ২০২৪।

প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর, সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।

গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে শিক্ষার্থীদের। ট্রাফিক পুলিশের সদস্যরা সোমবার তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি, শাহবাগ, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শান্তিনগর ও মালিবাগ মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আনিসুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা নগরবাসীর জন্য স্বস্তির। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিলো।

বিগত দিনগুলোতে, শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদের সহায়তা করতে দেখা গেছে।

ছাত্র আন্দোলনের মুখে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।

রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে ফিরবেন না, তারা কাজে অনিচ্ছুক বলে ধরে নেয়া হবে।

এদিকে, পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে সারাদেশে ৬৩৯ টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ১১০ টি থানার মধ্যে ৯৭ টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২ টি থানা সচল রয়েছে।

XS
SM
MD
LG