শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে।
স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন বলে আসিফ নজরুলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় জানান।