১৪ জানুয়ারি, মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে ওই অঞ্চলে সাইরেন বাজানো হয় এবং লোকজন বোমা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা বেশ কয়েকবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করার চেষ্টা করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা গেছে।
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা দখলে রাখা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল এবং প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজে সরাসরি হামলা শুরু করেছে। (এপি)