লা পাজে সরকারবিরোধী বিক্ষোভের সময় বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীরা ডিনামাইট নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
বলিভিয়া সরকারের মন্ত্রী এদুয়ার্দো দেল কাস্তিলো ধর্ষণ, পাচার ও মানব পাচারের অভিযোগে মোরালেসের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত মঙ্গলবারের নির্ধারিত শুনানির কারণে বিক্ষোভ হয়েছে বলে উল্লেখ করেন।
আগস্টের নির্বাচনের আগে বলিভিয়া যখন অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বিভাজনের মুখোমুখি, এমন এক জটিল সময়ে এই বিক্ষোভ সংঘটিত হচ্ছে। (রয়টার্স)