অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মহাকুম্ভ মেলা উৎসবে ভক্তদের ভিড় 


ভারতের মহাকুম্ভ মেলা উৎসবে ভক্তদের ভিড় 
please wait

No media source currently available

0:00 0:00:30 0:00

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক হিন্দু তীর্থযাত্রী পবিত্র জলে স্নান করতে প্রয়াগরাজে ভিড় করেছেন। সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫।

আয়োজকরা ৪০ কোটি মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করছেন, যা মানবজাতির বৃহত্তম সমাবেশ হবে, এবং এটি ছয় সপ্তাহ ধরে চলবে।

হাজার বছর ধরে চলে আসা কুম্ভ মেলা ধর্মীয় ভক্তি এবং পুণ্য স্নানের এক প্রদর্শনী যা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়।

'কুম্ভ মেলা' নামে পরিচিত হিন্দু উৎসবটি লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে এবং প্রতি তিন বছরে একবার নাসিক, উজ্জয়িন, হরিদ্বার এবং প্রয়াগরাজ নামক চারটি নদীতীরবর্তী শহরের মধ্যে একটিতে অনুষ্ঠিত হয়।⁣

প্রতি ১২ বছরে একবার এটি মহা কুম্ভ মেলা হিসাবে পালিত হয়, যা শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG