অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিয়াঙ্কা গান্ধীর ইডি-র চার্জশিটে নাম জুড়ল বেআইনি লেনদেনের মামলায়


কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

ভারতে জমি কেনাবেচায় বেআইনি লেনদেনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র চার্জশিটে নাম উঠল প্রিয়াঙ্কা গান্ধীর।

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভঢ্রা-র বিরুদ্ধে কয়েক বছর ধরেই ইডি তদন্ত চালাচ্ছে। হরিয়ানায় জমি কেনা নিয়ে বেআইনি উপায়ে অর্থ লেনদেন এবং এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে রবার্টের বিরুদ্ধে চলতি বছরের নভেম্বর মাসে অতিরিক্তি চার্জশিট পেশ করেছে ইডি।

সেই মামলাতেই ইডি এবার প্রিয়ঙ্কা গান্ধীর নামও যোগ করল। চার্জশিটে বলা হয়েছে, হরিয়ানায় প্রিয়াঙ্কার নামেও চার একর জমি কেনা হয়েছিল। সেই কেনাবেচাতেও বেআইনিভাবে অর্থ লেনদেন হয়েছে।

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন এই দুই কংগ্রেস সভাপতিকে কয়েক দফা জেরাও করেছেন তদন্তকারীরা।

প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী।
প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী।

কংগ্রেসের একদা মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি নিয়ে বেআইনি লেনদেনের অভিযোগে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে দফায় দফায় জেরা করেছে ইডি। গত নভেম্বর মাসে ন্যাশনাল হেরাল্ড-এর সাড়ে সাতশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

জমি কেনাবেচায় বেআইনি লেনদেনের মামলায় রবার্টকেও একাধিকবার তলব করে ইডি। এবার চার্জশিটে নাম থাকায় যে কোনও দিন প্রিয়াঙ্কাকেও তলব করতে পারে ইডি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সাংগঠনিক পরিবর্তনে প্রিয়ঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। কংগ্রেস সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আগামী লোকসভা ভোটের প্রচারে বেশি করে ব্যবহারের পরিকল্পনা আছে সভাপতির। এই ঘোষণার পরেই ইডি-র চার্জশিটে যুক্ত হল তার নাম।

XS
SM
MD
LG