ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারত মহাসাগরে গত তিন দিন ধরে দিশাহীনভাবে ভাসছিল একটি নৌকা। সেটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে।
নৌকাটিতে ১৪২ জন যাত্রী ছিলেন। আন্দামান-নিকোবর পুলিশ তাদের সোমবার ২৫ ডিসেম্বর উদ্ধার করে পোর্ট ব্লেয়ার-এর একটি আশ্রয় শিবিরে নিয়ে রেখেছে।
নৌকার যাত্রীরা রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। যাত্রীদের বেশিরভাগ নারী ও শিশু। তারা বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
রাজধানী দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শরণার্থীদের পোর্ট ব্লেয়ার-এই রাখতে বলা হয়েছে।
আন্দামান-নিকোবর প্রশাসনের গোয়েন্দারা পোর্টব্লেয়ার-এ স্থানীয় পুলিশের কন্ট্রোল রুমকে রবিবার ২৪ ডিসেম্বর ভারতীয় সময় বিকেলে ভাসতে থাকা নৌকাটির বিষয়ে জানায়। প্রাথমিকভাবে নৌকাটির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।
উত্তাল সমুদ্রে দিশাহীনভাবে ভাসছিল নৌকাটি। প্রাণের ঝুঁকিতে থাকা যাত্রীদের উদ্ধার করতে জাতিসঙ্ঘের শরণার্থী শাখা ভারত-সহ একাধিক দেশকে অনুরোধ করে। পরে আন্দামান-নিকোবর পুলিশ নৌকার যাত্রীদের উদ্ধার করে।