ভারতের পেটিএম নামক অনলাইন আর্থিক লেনদেন সংস্থা হাজার জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে। নতুন বছরে আরও কর্মী ছাঁটাই হতে পারে, সেই আভাসও দিয়ে রাখল পেটিএম-এর মালিক কোম্পানি ভারতের 'ওয়ান ৯৭ কমিউনিকেশন'।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রয়োজনীয় কাজ করা সম্ভব হচ্ছে বলেই পেটিএম এই কর্মী ছাঁটাই করছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, পেটিএম এআই নিয়ে কাজ করছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা খুবই খরচ সাপেক্ষ।
তাই খরচ কমানোই কোম্পানির মূল লক্ষ্য। তার জেরেই সেলস এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। আগামীতে আরও কর্মী ছাঁটাই হতে পারেন।
পেটিএম আগেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে। পেটিএম-এর প্রায় ১০ শতাংশ কর্মী বিগত কয়েক মাসে চাকরি হারিয়েছেন।
গত অক্টোবর থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল পেটিএম-এর মূল সংস্থা 'ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেড'।
সংস্থার অর্থনৈতিক কাঠামোকেও নতুন ধাঁচে গড়ে তুলছে পেটিএম। এরমধ্যেই সংস্থায় বিনিয়োগের ঘাটতি দেখা দিয়েছে।
সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের ফলে ১০ শতাংশ খরচ কমতে পারে কোম্পানির। পেটিএম জানিয়েছে, "আমরা কর্মীদের খরচ ১০-১৫ শতাংশ বাঁচাতে সক্ষম হব। কারণ এআই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কাজ করছে। মূলত কাজের ক্ষেত্র মূল্যায়ন করেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"