অ্যাকসেসিবিলিটি লিংক

রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল্লি আদালতের


কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিল্পপতি গৌতম আদানিকে 'পকেটমার' বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তার সেই ভাষণ নিম্নরুচির ছিল বলে জানায় দিল্লি হাইকোর্ট। সেই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল দিল্লির উচ্চ আদালত।

দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, ৮ সপ্তাহের মধ্যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেওয়া হল তা আদালতকে জানাতেও হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'পকেটমার' ছাড়াও 'অপয়া'-ও বলেছিলেন রাহুল গান্ধী। এ ব্যাপারে গত ২৩ নভেম্বর রাহুলকে শো-কজ নোটিস দিয়েছিল নির্বাচন কমিশন।

তাকে ২৬ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি নির্বাচন কমিশনের নোটিশের জবাব দেননি।

এরপরে জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে আর না এগোনোয় উচ্চ আদালত তা পছন্দ করেনি। সেইজন্যই এবার নির্বাচন কমিশনকে ৮ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

XS
SM
MD
LG