অ্যাকসেসিবিলিটি লিংক

জ্ঞানবাপীঃ ধর্মীয় স্থানটি মসজিদ না মন্দির, তা ঠিক করতে বলেছে এলাহাবাদ হাইকোর্ট


ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ।
ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ।

ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে মঙ্গলবার ১৯ ডিসেম্বর রায় ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট।

এই রায়ে উচ্চ আদালত বলেছে, যে কোনও ধর্মীয় স্থানের একটি মাত্র পরিচয় থাকতে পারে। একই সঙ্গে মন্দির এবং মসজিদ হতে পারে না। তাই জ্ঞানবাপীর চরিত্র নির্ধারণ করা দরকার।

এই রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন অগ্রবাল বলেছেন, জ্ঞানবাপী মসজিদ, ভারতের ১৯৯১ সালের প্রোটেকশন অফ ওরশিপ অফ রিলিজিয়াস প্লেসেস আইনের আওতায় আসবে না।

কারণ, এই মসজিদের চরিত্র বদলের দাবি জানিয়ে ১৯৯১ সালের আগেই মামলা হয়েছিল। এই আইনের আগে হওয়া মামলার কারণেই উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্ক ১৯৯১ সালের আইনের আওতায় ছিল না।

এই নির্দিষ্ট আইনে বলা আছে, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ধর্ম নির্বিশেষে কোনও উপাসনা স্থলের চরিত্র, আকার বদল করা যাবে না। এলাহাবাদ হাইকোর্টের মঙ্গলবারের রায়ের অর্থ, প্রয়োজনে জ্ঞানবাপীর স্বরূপ বদল করা সম্ভব।

মঙ্গলবারের মামলাটি ছিল উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড এবং মসজিদ কর্তৃপক্ষ অঞ্জুমান ইঞ্জামিয়া মসজিদ কমিটির।

বারাণসীর নিম্ন আদালতে দায়ের হওয়া জ্ঞানবাপী সংক্রান্ত পাঁচটি মামলায় হিন্দু পক্ষ দাবি করে, এই মসজিদে হিন্দু মন্দিরের নিদর্শন রয়েছে। তারা যেন মন্দির সংস্কার করে পূজাপাঠ করতে পারেন।

মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদলতকে নির্দেশ দিয়েছে, ছয় মাসের মধ্যে মামলাগুলির নিষ্পত্তি করতে।

XS
SM
MD
LG